মালদা

একাদশ শ্রেণীর এক ছাত্রের তাক লাগানো সাফল্য, ড্রোন ক্যামেরা তৈরী।

ড্রোন ক্যামেরা বানিয়ে রীতিমতো তাক লাগিয়ে দিয়েছে গাজল হাইস্কুলের বিঙ্গান বিভাগের একাদশ শ্রেণীর ছাত্র হরিচরণ সড়কের। গাজলের সালাই ডাঙা অঞ্চলের প্রত্যন্ত গ্রাম ইদাম এর এক কৃষক পরিবারের একমাত্র সন্তান হরিচরণ। ড্রন ক্যামেরা তেরির কাজে খুশি তারবাবা মা গ্রামবাসী সহ স্কুলের শিক্ষকরা হাই স্কুলের প্রধান শিক্ষক ননী গোপাল বর্মণ জানান আগামীতে হরিচরণকে স্ব রকম সাহায্য করা হবে তার অগ্রগতির জন্য। হরিচরণের তৈরি করা ড্রোন ক্যামেরাটি এখন ৮০০ মিটার উচুতে উঠে আশেপাশে এলাকার ছবি তুলতে পারে ড্রোন লাগানো ক্যামেরার সাহায্যে। কিন্তু আর কয়েক হাজার টাকা খরচ করতে পারলে ড্রোনের ক্ষমতা আরও অনেকটা বেড়ে যাবে, তাই সরকারি সাহায্যের আশা করছে হরিচরণ। আপাতত গাজলের কদুবাড়িতে অবস্থিত কেন্দ্রীয় স্রকারের বাবু জগজীবন রাম ছাত্রাবাস থেকে পড়াশোনা ক্রছেহ্রিচ্রন। এদিন সেই ছাত্রাবাসে তার তৈরী ড্রোন দেখায় সে।